সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। তালাকের নোটিশ হাতে পাওয়ার বিষয়টি স্বীকারও করেন নোবেল। তবে বিষয়টি নিয়ে মোটেই বিচলিত নন তিনি। মা-বাবার পছন্দে দ্বিতীয় বিয়ে করতে চান বলে জানিয়েছেন তিনি। খবর বাংলানিউজের। সামাজিক মাধ্যমে মেহরুবা সালসাবিলের সঙ্গে পরিচয় হয় নোবেলের। এরপর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিবাহ করেন তারা। ভালোবাসার সংসার টিকলো না তাদের। তাই আর ভুল করতে চান না নোবেল।
এ বিষয়ে তিনি বলেন, আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে।