চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক গতকাল সোমবার ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি নির্মাণ কাজের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার জন্য নিজ নিজ অবস্থান থেকে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার জন্য আহবান জানান। এ সময় ক্যান্সার হাসপাতালের জন্য হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু ৫ লক্ষ টাকা এবং নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের আরো একজন অধ্যাপক ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, মেম্বার প্রফেসর ডা. কামরুন নেসা, মো. আলমগীর পারভেজ, প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, খায়েজ আহম্মেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল, মোহাং হারুন ইউসুফ, এ. এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন)ডা. মো. নূরুল হক, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম। পরে তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণের সাথে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। প্রেস বিজ্ঞপ্তি।