মায়ের বোলে ছন্দ তোলে

রত্না বনিক | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

একুশ শেখায় বাসতে ভালো মায়ের ভাষা।
একুশ জাগায় মনের মাঝে স্বপ্ন আশা।
একুশ পলাশ শিমুল রাঙা ফাগুন দিনে
রক্ত দিয়ে বাংলা ভাষা আনলো কিনে।

একুশ প্রাণের বর্ণমালার দুঃখ গাথা
একুশ আগাম স্বাধীনতার নকশিকাঁথা।

একুশ আমার ভাই হারানোর তীব্র জ্বালা
একুশ মানেই মিনার জুড়ে ফুলের মালা।

একুশ রঙিন কৃষ্ণচূড়ার মধুর হাসি
মায়ের বোলে ছন্দ তোলে রাশি রাশি।

পূর্ববর্তী নিবন্ধবাসন্তী চাঁদ
পরবর্তী নিবন্ধশালবনের শেষ বিকেলের ছায়া ফেলা রোদ