মাহমুদুল ইসলামের সাথে মার্কিন দূতাবাস কর্মকর্তা ব্রেন্ডনের সাক্ষাৎ

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভাগের প্রধান এসকট এ ব্রেন্ডন ১৪ অক্টোবর সন্ধ্যায় সাবেক সিটি মেয়র এবং সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে নবাগত মার্কিন কাউন্সিলারকে বিশদভাবে অবহিত করেন।
পরে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবনে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্টের ফাঁদ কিনা খতিয়ে দেখার আহ্বান
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে সার্বিয়ার সহযোগিতা চান ড. মোমেন