মাহমুদউল্লাহ-শান্ত একাদশের শিরোপা লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:৩০ পূর্বাহ্ণ

বৃষ্টি বিরতির পর প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে আজ রোববার মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। বিসিবির অফিসিয়াল ইউটিউব ও ফেইসবুক পাতার পাশাপাশি বিটিভিও সরাসরি সমপ্রচার করবে ফাইনাল। তবে আজ রোববারও বৃষ্টি বাধা দিলে রিজার্ভ ডে সোমবারে গড়াবে ফাইনাল। দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত গতকাল নিজেদের সেরাটা দিয়ে উপভোগ্য ফাইনাল উপহার দেওয়ার প্রত্যয় শোনান। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকার সবার ওপরে থেকে ফাইনালে উঠেছে শান্ত একাদশ। প্রাথমিক পর্বে মাহমুদউল্লাহ একাদশের সঙ্গে দুই দেখায় দুবারই জিতেছে তারা। শান্ত বললেন, এই পথ ধরে এগিয়েই তারা ট্রফি জয় করতে চান। ‘পুরো টুর্নামেন্টটাই অনেক উপভোগ করেছি, ভালো লেগেছে। সবচেয়ে বড় দিক ছিল, অনেক দিন পর আমরা মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম। সবাই একত্রিত হয়ে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিলো আমাদের জন্য। অনেক পজিটিভ দিকই ছিলো।’ ‘খুব ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। আমরা সবাই অনেক উপভোগ করেছি এই টুর্নামেন্ট। আশা করছি, ফাইনালেও ভালো কিছু হবে।’
ফাইনালে নিজেদের মেলে ধরতে চেয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ‘সৌভাগ্যবশত আমরা ফাইনাল খেলছি। ভালো লাগছে, কারণ অনেক দিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি। আমরা সবাই মুখিয়ে আছি ফাইনালে যেন ভালো খেলতে পারি।’ ‘যে কোনো পর্যায়েই ফাইনাল ম্যাচ মানে ফাইনালই। তবে আমরা খুব বেশি ভাবছি না। ফাইনাল আমরা অনেক খেলেছি। যেভাবে খেলে আসছি, সবাই যদি নিজেদের ভূমিকা পালন করতে পারি, অবশ্যই ইতিবাচক ফল আসবে।’ ‘লক্ষ্য অবশ্যই থাকবে জয়। জেতার জন্য চেষ্টা করব। আমরা যারা পেসার আছি, তারা যদি ভালো করতে পারি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ব্যাটসম্যানদের জন্য ভালো হবে।’

পূর্ববর্তী নিবন্ধমৌসুমের প্রথম ক্লাসিকোয় জিতলো রিয়াল মাদ্রিদ
পরবর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে এবার সুদান