মাহফুজে মুগ্ধ শাবনূর

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা শাবনূরের বর্ণনায়, ‘প্রহেলিকা’ সিনেমায় কামাল করে দিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, আর মাহফুজের কথা হল, বাংলাদেশের সিনেমা জগতে অভিনয়ের মানদণ্ডের নাম শাবনূর। দুই অভিনয় শিল্পী একে অপরের প্রশংসা করেছেন ক্যামেরার সামনে, অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যাঙ্কসটাউনের হোয়েটস সিনেমা হলের সামনে। ওই হলে চলছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া চয়নিকা চৌধুরীর সিনেমা ‘প্রহেলিকা’। যেখানে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। দেশের পর এখন অস্ট্রেলিয়ার সিডনির কয়েকটি হলে চলছে সিনেমাটি। খবর বিডিনিউজের।

দিন দুই আগে ব্যাঙ্কসটাউনের হোয়েটস সিনেমা হলে ‘প্রহেলিকা’ দেখতে এসেছিলেন শাবনূর, সঙ্গে ছিল ছেলে আইজান নিহান। আর ওই হলেই ভক্তদের সামনে সশরীরে দেখা দিতে যান মাহফুজ আহমেদ। মাহফুজের অনুরোধে নেকাব ছাড়া শাবনূর, প্রশংসায় ভাসল ‘প্রহেলিকা’। সিনেমা দেখে শাবনূর যখন বেরিয়ে মাহফুজের কাছে আসেন, সামনাসামনি দুই তারকাকে পেয়ে সেখানে ভিড় জমে যায়। অনেকে ক্যামেরা হাতে সেলফি তোলেন শাবনূর ও মাহফুজের সঙ্গে।

অনেকে মোবাইলের ভিডিও অন করে প্রশ্নও করতে শুরু করে দেন। সেখানে দর্শকদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন দুই তারকা শিল্পী।

পূর্ববর্তী নিবন্ধছয় রূপে নাসির উদ্দিন
পরবর্তী নিবন্ধঅবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন স্টোকস