চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের উদ্যোগে ও বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী প্রদত্ত অর্থায়নে মাস্টারদা সূর্য সেন স্মারক বক্তৃতা ২০২৩ চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। অনুষ্ঠানে ‘মানব অভিবাসনের ইতিহাস : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো’ প্রফেসর ড. মমতাজউদ্দীন পাটোয়ারী। চবি ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. আবদুল্লাহ আল–মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. সালমা বিনতে শফিক। উপাচার্য মাস্টারদা সূর্য সেন স্মারক বক্তৃতা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাস্টারদা সূর্য সেন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মাস্টারদা সূর্য সেনের জীবনী প্রজন্মের সন্তানসহ সকলের জানা উচিত। বিদেশি শোষণ–বঞ্চনা এবং আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে এবং পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে মাস্টারদা সূর্য সেন ছিলেন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এ সকল মহাপুরুষদের ইতিহাস ও আদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে প্রজন্মের সন্তানসহ সকলকে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।