মাস্ক না পরায় নগরে আটজন পথচারীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার শাহ আমানত ব্রিজ এলাকা, মেরিনার্স রোড, ফিরিঙ্গি বাজার, কাজী নজরুল ইসলাম রোড ও কোতোয়ালী মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল মাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।