মার্কেট নিয়ে বিরোধ, রাউজানে ছুরিকাঘাতে যুবক আহত

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

রাউজানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিরাজ ওই এলাকার জনব আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, পাহাড়তলী বাজারের মার্কেট নিয়ে দুই চাচাতো ভাই আজগর ও সিরাজের মধ্যে বিরোধ চলে আসছিল। আজগরের খালাতো ভাই সাবেক ইউপি সদস্যের ছেলেরা তার পক্ষ নিয়ে সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, সিরাজের মাথায়, পায়ে ও পেটে মারাত্মক জখম হয়েছে বলে শুনেছি। পাহাড়তলী চৌমুহনী বাজারের মার্কেট নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পাহাড়তলীতে দুই পক্ষের মারামারিতে একজন গুরুতরসহ কয়েকজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। এখনো কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছি।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন ভবন ও ৮ বাড়ির ছাদ বাগানে জমাটবদ্ধ পানি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সংরক্ষিত বনের ৪৮টি সেগুন গাছ চুরি, বিট কর্মকর্তাকে শোকজ