কক্সবাজারের রামুতে আলোচিত বন পাহারাদার হেডম্যান আলী আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫। বান্দরবানের আলীকদম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার র্যাব–১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব–১৫ এর উপ–অধিনায়ক তানভীর হাসান। গ্রেপ্তাররা হলেন রামুর জোয়ারিনালা ব্যাঙডেবা এলাকার নুরুল আজিমের ছেলে সাজ্জাদ হোসেন (২০) ও একই এলাকার নুর আহাম্মদের ছেলে সানাউল্লাহ (২১)। র্যাব জানায়, বন বিভাগের গাছ চুরি ও জায়গা দখল নিয়ে শত্রুতার জেরে গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী রামুর ব্যাঙডেবা বিট অফিসে স্থানীয় পাঁচ পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রাখে।