মানসিক ভারসাম্যহীনদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে একযুগে মানসিক ভারসাম্যহীন ভবঘুরের তথ্য সংগ্রহ ও নিবন্ধন হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। ‘কেউ থাকবে না অনাহারে, হোক না সে অবহেলিত ভবঘুরে’-প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবন মান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কাজ করা ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর বাদশাহ। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, মানবাধিকার কমিশন মহানগর উত্তরের নেতা লায়ন মো. ইব্রাহীম, মানবাধিকার নেতা অঘোর কুমার সিংহ, স্বপন, এম এ জলিল, সংগঠক নাছির উদ্দীন মজুমদার, এস এম আনোয়ার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টিটু, রিংকু, বদরুল ইসলাম আরমান, শিক্ষার্থী মাহমুদ খানম নওরিন, দিলশাদ আলমগীর প্রমুখ। এ সময় মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের ক্রমিক সহকারে হাতে চিহিৃত হারু পরা নিবন্ধিত ৩৫৭ জনকে সামাজিক মর্যাদা আসীন করা নিয়ে আলোচনা করা হয়। এ সময় চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, ভবঘুরে মানসিক ভারসাম্যহীনরাও আমাদের সমাজের অংশ। আমাদের উচিত তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দেওয়া। প্রেস বিজ্ঞপ্তি।