মানবিক মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে : পেয়ারুল

| শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের অনুদানে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারী ও জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ ও মিডওয়াফারী ইনস্টিটিউট ছাত্রীদের মাঝে উপহার স্বরূপ কম্বল বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম চৌধুরী এমিল, শহীদুল ইসলাম মিন্টু, মোহম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. আবদুল মান্নান, ডা. শারমিন শরীফ, আশরাফদৌল্লা সুজন, মো. ইসতাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ। প্রধান অতিথি বলেন, মানবিক মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। হাসপাতালের উন্নয়নে নিজ নিজ কর্মচারীদের আত্মনিয়োগ করতে হবে। রোগীদের নিজের পরিবারের হিসেবে সেবা প্রদান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে একদিন পর আবারও দুর্ঘটনা