মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার

গোমদণ্ডী ইসলামিয়া মাদ্রাসার সভায় এমপি ছালাম

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী, সালানা, জলসা ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবদুচ ছালাম এম পি বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের কাজ করছে সরকার। সাধারণ শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে ও নুরুন্নবী আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, এম. এ ঈশা, রেজাউল করিম বাবুল, শফিউল আলম, আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, কাজী তমিজ উদ্দিন, গিয়াস উদ্দিন, আরিফ উদ্দিন জুয়েল, রিদুয়ানুল হক টিপু। স্বাগত বক্তব্য রাখেন সরোয়ার কামাল আল কাদেরী। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচিত্রভাষা গ্যালারিতে শিল্পী চাই জিং-এর চিত্র প্রদর্শনী
পরবর্তী নিবন্ধইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান গাউসিয়া কমিটির