চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় মালবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে অ্যালুমিনিয়ামের ভাঙারি বহনকারী ওই ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম।
তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যাই। ঘণ্টাখানিক চেষ্টা করে আগুন নেভানো হয়। চলন্ত গাড়িতে আগুন লাগার কারণ জানিয়ে তিনি বলেন, ওই গাড়িটি অ্যালুমিনিয়ামের ভাঙারি নিয়ে মাদারবাড়ি এলাকা হয়ে নিউ মার্কেট যাচ্ছিল।
হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে ওই ট্রাকে আগুনের সূত্রপাত হয়েছে।