মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ প্রশংসনীয় বলে অভিমত প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)। তিনি গতকাল শনিবার দেশের দারুল উলুম কামিল মাদরাসায় চলমান ফাজিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মাদরাসার গভর্নিং বডি এবং শিক্ষকদের সাথে এক মতবিনিময়ে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা ও শিক্ষামন্ত্রীর আন্তরিকতায় মাদরাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের কাজ করছে সরকার। মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইটিসি কোর্স চালু করেছে।
তিনি আরো বলেন, দারুল উলুম কামিল মাদরাসা একটি শতাব্দী প্রাচীন মাদরাসা। এ মাদরাসা থেকে লেখাপড়া করে বিভিন্ন আউলিয়া কেরামগণ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ মাদরাসাকে কোরআন হাদিসের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তাছাড়া মাদরাসার উন্নয়নে সহযোগিতা আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং কমিটির সভাপতি খোরশেদ আলম সুজন, অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।