দেশের অন্যতম বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার জরুরি শূরা অধিবেশনে মহাপরিচালক হিসেবে ওবায়দুল্লাহ হামযাহর নাম ঘোষণা করা হয়। এসময় নতুন উপ-মহাপরিচালক হিসেবে মাওলানা আমিনুল হক ও সহকারী মহাপরিচালক হিসেবে আল্লামা আবু তাহের নদভীর নাম ঘোষণা করা হয়। বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। মজলিসে শূরার সদস্য ও কওমী শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ, আল্লামা আমীনুল হক, আল্লামা আবু তাহের নদভী, আল্লামা জসীমুদ্দিন কাসেমি, আল্লামা ফোরকানুল্লাহ খলিল, আল্লামা আবদুল হক হক্কানী, আল্লামা মুফতি আবদুল কাদের, আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, আল্লামা মুসলিম কক্সবাজার, আল্লামা মুফতি কেফায়েতুল্লাহ শরীফ, আল্লামা দলীলুর রহমান, আল্লামা আফজলুর রহমান শর্শদী, আল্লামা মাকসুদুর রহমান, মুফতি হাসান মুরাদাবাদি, মাওলানা আমানুল্লাহ।