মহেশখালীতে তুচ্ছ রাজনৈতিক বিতর্ক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছাত্রলীগ কর্মীর হামলায় বিএনপি নেতা আবদুর রশিদ (৫৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে। নিহতের ভাই নজরুল ইসলাম ও এলাকাবাসী জানান, কালারমারছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর নলবিলা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র আবদুর রশিদের সাথে তার নিকট আত্মীয় একই এলাকার নজু মিয়ার পুত্র অমিত হাসান, কামরুল ও হেলালের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এছাড়া কয়েকদিন আগে তাদের মধ্যে রাজনৈতিক তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক–বিতর্ক হয়েছিল। এ ঘটনার জের ধরে ১৪ এপ্রিল বেলা ১১টার দিকে অমিত হাসান ও তার ভাই কামরুলসহ তাদের দলীয় লোকজন নিয়ে উত্তর নলবিলা বডুয়া বাজারের উত্তর পাশে তাদের পারিবারিক পুকুরপাড়ে আবদুর রশিদকে একা পেয়ে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে, পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রশিদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি। আর অমিত হাসান কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিপক্ষ নজু মিয়ার পুত্র কামরুল হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।