মহালয়ার গানে পূজা মাতাবেন সমরজিৎ-প্রিয়াংকা

আজাদী অনলাইন | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। দু’জনই বাংলাদেশের শুদ্ধ সঙ্গীত প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। বহুল শ্রোতাপ্রিয় ‘বেহাগের সুরে’ গানটির পর এবারের দুর্গা পূজোয় আবারও তাদের কণ্ঠে প্রকাশ পাচ্ছে ‘শরৎ প্রভাতে’ শিরোনামের মহালয়ার একটি নতুন মৌলিক গান।

সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল (youtube.com/c/SamarjitRoyMusic) এবং ফেসবুক পেইজে (www.facebook.com/samarjitroy.music) প্রকাশিত হবে।

তাছাড়া মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র‍্যাচেল প্রিয়াংকা প‍্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
গান প্রসঙ্গে সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কণ্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পূজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা।’

সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন, ‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে এটিই আমাদের প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’

নৃত‍্যশিল্পী র‍্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত‍্যাঞ্জলি সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবোমা মিজানের মৃত্যুদণ্ড