নগরীর সরাইপাড়া হাফিজ কমিশনার বাড়ির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। যুবলীগ নেতা আশরাফ উদ্দিনের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. কামাল হোসাইন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুরুল আমিন, যুগ্ম আহবায়ক এম শওকত আলী, এ বি এম লুৎফুল হক খুশী, এরশাদ, মফিজ, সুমন, বেলাল, রনি, আনিস, মন্জু প্রমুখ।
রাউজান মোকামীপাড়া
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়ায় গাউসিয়া কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। গত ৮ নভেম্বর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে স্থানীয় কায়েম শরীফ জামে মসজিদ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী শামসুল আলমের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন রাঙামাটি বনরুপা জামে মসজিদের খতীব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন ঢাকা গাউসুল আজম শাহী জামে মসজিদের খতীব মাওলানা শায়খ আব্দুল মোস্তাফা রাহিম আল আজহারী। এস এম সাইফুদ্দিন সাকিব ও কাজী রবিউল হোসাইন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, লায়ন আহমদ সৈয়দ, অধ্যক্ষ ওমর ফারুক, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদের মোতওয়াল্লী সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিন। বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ ইউসুফ উদ্দিন, জাহেদুল হক, এসএম হাফিজুর রহমান, এসএম মাহাবুব আলম, সৈয়দ মুহাম্মদ কফিল উদ্দিন, এস এম সালাহ উদ্দিন, মুহাম্মদ ইউনুছ, এস এম হাসান, কাজী নুরুল আজিম। প্রধান আলোচক ছিলেন স্থানীয় মসজিদের খতীব মাওলানা মঈনুদ্দিন চিশতি। ধর্মী আলোচনা করেন মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাফেজ মুহাম্মদ নাছিম, মাওলানা মোজাম্মেল হোসেন, মাওলানা এরশাদ হোসাইন আল কাদেরী।
ডাবুয়া আমির চৌধুরী সমাজ
রাউজান পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী সমাজের উদ্যোগে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মাহফিল বৃহস্পতিবার রাতে আমির চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল আবছার। তকরির করেন মাইজভান্ডারী একাডেমির সদস্য মাওলানা কে.এম বেলাল হোসাইন মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবুল বশর চৌধুরী, আবদুস সালাম মাষ্টার, আলহাজ্ব সিরাজুল হক, প্রবাসী এমদাদুল হক, ফরিদুল আলম, এ্যডভোকেট মুহাম্মদ সেলিম, অধ্যাপক আবু তৈয়ব, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ গিয়াস, মুহাম্মদ জাহাঙ্গীর, প্রবাসী মুহাম্মদ হাসান সহ এলাকার সুন্নী জনসাধারন। মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমির চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা এম বেলাল উদ্দিন। পরে তাবরুক বিতরণ করা হয়।
জাফর আহমেদ স্মৃতি সংসদ
শহীদ মুক্তিযোদ্ধা জাফর আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা সভাপতি আব্দুল মজিদ ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাসান আহমেদ রিপনের সঞ্চালনায় পূর্ব মাদারবাড়িস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ। এতে উপস্থিত ছিলেন বাপ্পি বড়ুয়া, দারোগাহাট মহল্লা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ, ৩০নং ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনীত কাউন্সিল প্রার্থী আতাউল্লাহ চৌধুরী, ক্রীড়াবিদ মশিউল আলম স্বপন, আবদুল মালেক, সানাউল্লাহ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মো. আবু কাইছার, মো. ইয়াকুব আলী চৌধুরী, পূর্ব মাদারবাড়ী নবীন সংঘের উপদেষ্টা এম.এ. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক জহির উদ্দীন, সিনিয়র সদস্য সাহেদ ইফতেখার, মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান, পূর্ব মাদারবাড়ী বিকল্প সংঘের উপদেষ্টা শাহজাহান, সভাপতি মো. লিটন, শহীদ মুক্তিযোদ্ধা জাফর আহমদ স্মৃতি সংসদের সদস্যবৃন্দ।
চট্টগ্রামস্থ বি-বাড়ীয়া যুব কমিটি
চট্টগ্রামস্থ বি-বাড়ীয়া আশেকানে সোনার মদিনা যুব কমিটি ও আসকার দীঘির পাড় এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) গত ১৪ নবেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবু মোহাম্মদ মহসীন চৌধুরী। প্রধান মেহমান ছিলেন মাওলানা মুফ্তি মুনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। তিনি বলেন, সত্যিকারভাবে যদি মহানবীর আদর্শকে আমরা যদি ধারণ করতে পারি তা হলে দেশে আর কোন মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন থাকবে না। তিনি সকলকে নবীর আদর্শ অনুসরণ করার আহবান জানান।
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাকলিয়া থানা
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ চট্টগ্রাম বাকলিয়া থানার ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১৪ নভেম্বর বিকেলে স্থানীয় কালামিয়া বাজারের একটি কনভেনশন হলে মাওলানা মোজাম্মেল হক হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, মহানগর সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুন নবী আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন মাহমুদ। অধ্যাপক কাজী আমিন উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ড. মহিউল আলম, অধ্যক্ষ মফিজুর রহমানমা, মাওলানা ওবায়দুল্লাহ রব্বানী, মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা মুহাম্মদ হোসাইন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ছৈয়দুল হক ছাঈদ কাজেমী, আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ মুছা মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, আবদুল করিম সেলিম, জানে আলম জানু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।