মহানগর বিচারিক হাকিমদের আদালত পুনর্বণ্টন

একজন বিচারকের ওপর একাধিক আদালতের দায়িত্ব

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিমদের (সিএমএম) নতুন করে আদালত পুনঃবন্টন করে দেয়া হয়েছে। ইতিমধ্যে নতুনভাবে অর্পিত আদালতের দায়িত্ব বুঝে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেছেন হাকিমেরা। একই সাথে বিচারক খালি থাকা আদালতগুলোর দায়িত্বও এসব বিচারিক হাকিমদের ওপর অর্পিত হয়েছে। গত ১২ নভেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ ওসমান গণির এক আদেশে হাকিমদের বিভিন্ন আদালত নতুন করে পুনঃবন্টন করে দেয়ার পাশাপাশি বিচারক পদ খালি থাকা আদালতগুলোর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। গতকাল সোমবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে। উল্লেখ্য গত সেপ্টেম্বর পর্যন্ত মহানগর হাকিম আদালতে প্রায় ১৮ হাজারের ওপর মামলা বিচারাধীন ছিল। এছাড়া একই আদালতের অধীনে জেনারেল ফাইল হিসেবে রয়েছে ২২ হাজারের অধিক মামলা।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও ছয়টি হাকিম আদালত রয়েছে। এসব আদালতে মুখ্য, অতিরিক্ত মুখ্যসহ সাতজন বিচারক নিযুক্ত ছিল। বাকি একটি আদালতের বিচারক পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। গত ৮ নভেম্বর আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে মহানগর হাকিম আদালতের দু’জন বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদন্নোতিপূর্বক চট্টগ্রামে বদলি করা হয়। এরা হলেন ১ম ও ২য় হাকিম আদালতে থাকা বিচারক মোহাম্মদ খাইরুল আমীন ও আবু সালেম মোহাম্মদ নোমান। ইতিমধ্যে এই দুই বিচারক চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছেন। এতে নতুন করে মহানগর হাকিমের আরও দুইটি আদালতের বিচারকের পদ শূণ্য হয়ে যায়। এসব আদালতের বিচারিক কার্যক্রম আপাতত স্বাভাবিক রাখতে বিচারিক হাকিমদের আদালত পুনঃবন্টনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশের নথি থেকে জানা গেছে, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২য় হাকিম আদালতের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ৬ষ্ঠ হাকিম আদালতের বিচারক মেহনাজ রহমান মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সেটারও দায়িত্বও দেয়া হয়েছে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমকে। অন্যদিকে ৩য় হাকিম আদালতের দায়িত্ব পালন করে আসা বিচারক শফি উদ্দিনকে ১ম আদালতের দায়িত্ব দেয়া হয়েছে। এটার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ৫ম হাকিম আদালতের দায়িত্ব পালন করবেন। এছাড়া বিচারক হাকিম সরোয়ার জাহানকে ৩য় হাকিম আদালতের দায়িত্ব দেয়ার পাশাপাশি অতিরিক্ত হিসেবে ৪র্থ আদালতের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে সরোয়ার জাহান ৫ম হাকিমের আদালতে নিযুক্ত ছিলেন।
জানা গেছে, আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হোসেন মোহাম্মদ রেজাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সম্প্রতি বদলির আদেশ দেয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত এখনো তিনি কাজে যোগদান করেননি বলে আদালতের সংশ্লিষ্টদের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়িতে ২০২৬ সালে জাহাজ ভেড়ানোর আশা
পরবর্তী নিবন্ধসাকিবের ক্ষমা প্রার্থনা