মহানগর আ. লীগের মেডিকেল টিম ও মনিটরিং সেল গঠন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার পর পরিস্থিতি মোকাবেলায় মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোকে সার্বক্ষণিকভাবে সজাগ ও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে উপকূলীয় অঞ্চলের মানুষেরা যাতে আশ্রয় নিতে পারেন সে ব্যপারে সংশ্লিষ্ট থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রয়োজনীয় সহায়তা দেবেন। কোনো ধরনের বিপর্যয় ঘটলে উপদ্রুত মানুষের পাশে গিয়ে প্রয়োজনীয় সেবা প্রদান করবে এবং এ সংক্রান্ত কাজে সরকারি সেবা সংস্থার কার্যক্রমে একীভূত থাকবে।

তারা আরো বলেন, বিশেষ করে নগরীর উপকূলীয় অঞ্চলে যেখানে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ হয়ে উঠার আশংকা থাকে সে সমস্ত এলাকায় আওয়ামী লীগের বিশেষ স্বেচ্ছাসেবী স্কোয়ার্ড সার্বক্ষণিক অবস্থান নেবে এবং দুর্যোগ পরবর্তী পর্যায়ে দ্রুত যাতে ত্রাণ কার্য পরিচালনা করা যায় সে ব্যাপারেও প্রস্তুতি নেয়া হয়েছে। বিবৃতিতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ধৈর্য্য ও সাহসের সাথে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান।

বিবৃতিতে জানানো হয় যে, ঘূর্ণিঝড় জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমের মনিটরিং সেলে ০১৭১৩১২০৮৬০, ০১৮১৯৮৩৫৫৮২, ০১৭১৫৪০৬২৩৩, ০১৭১১৭২০৭১৫ জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে না পড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধনৌবাহিনীর ২১ জাহাজ, হেলিকপ্টার-এমপিএ প্রস্তুত