মরমীসংগীত শুনে মানুষের হৃদয় পবিত্র হয় : ড. ইফতেখার

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, মরমী গীত মানুষকে শুদ্ধপথে চলার সহায়ক ভূমিকা পালন করে। সুফিতত্ত্ব, মরমীবাদ প্রচার-প্রসারে মরমী সংগীতের ভূমিকা অপরিসীম। মরমী সাধনার মরমীসংগীত শুনে মানুষের হৃদয় পবিত্র হয়।
গত ২১ নভেম্বর মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা আয়োজিত মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য রচিত মাইজভাণ্ডারী গানের বই ‘নিশি অবসানে’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। বিশেষ অতিথি ছিলেন চবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টাচার্য, উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, হারুন ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মীর কামাল উদ্দিন, গৌতম সেবক বড়ুয়া, হাফেজ আবুল কাশেম, জয়নাল আবেদীন জুলু, মাস্টার কবির আহমদ, নাজমুল হুদা, ওমর ফারুক, অধ্যাপক এন এম রহমত উল্লাহ, নোমান উল্লাহ বাহার, ডা. জিসান, সৈয়দ আরমান হোসেন, শিপ্রাবসু মল্লিক, সুমি চৌধুরী, কৃষ্ণ বৈদ্য, ঝুমুর সর্দার, ধীমান দাশ, মানিক বড়ুয়া, সোমা গুহ, কাশ্মিরী দাশ, রোসা বেগম, লালু চক্রবর্তী, সোনারাম আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধির দাবি চেম্বার সভাপতির
পরবর্তী নিবন্ধখালেদার চিকিৎসার নামে মাঠ গরম করার অপচেষ্টা চলছে