বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত মমতা কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় কত্থক ও সৃজনশীল নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা প্রশিক্ষণের তারিখ নির্ধারিত হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় নৃত্যশিল্পী রাহুল দেব। নৃত্য কর্মশালা প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে।
কর্মশালায় যোগদানের জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে ০১৮১৭–৫৫০৬৯৪ নাম্বারে বা মমতার প্রধান কার্যালয়ে। প্রেস বিজ্ঞপ্তি।