মমতা পরিচালিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রবীনদের স্বাস্থ্য ক্যাম্প ও সমন্বয় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহায়তায় মমতা পরিচালনাধীন উক্ত কর্মসূচির আওতায় মোট ৪৮ জন প্রবীণ কে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২২ জনকে ডায়াবেটিস টেস্ট করা হয়। উক্ত কর্মসূচিঅংশ হিসেবে প্রবীন সামাজিক কেন্দ্রে সহজ ভাষায় কোরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রবীণ কমিটির নিজস্ব অর্থায়নে শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের লাঠি বিতরণ ও প্রবীণ বয়সে সেচ্ছায় শিখতে আগ্রহী ব্যক্তিদের কোরআন শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রবীন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী শাহাবুদ্দিন বক্তব্য রাখেন প্রবীণ কমিটির ৬ নং ওয়ার্ডের সভাপতি ফরিদ আহমেদ, মীর আহমেদ মেম্বার, মো.মিয়া, মমতার সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া ও মমতার প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।