হাটহাজারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল রোববার জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেন। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা কৃষি কর্মকতা আল মামুন শিকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক সাইদুজ্জামান, প্রকৌশলী জয়শ্রী দে, দিদারুল আলম দুলাল, কেশব কুমার বড়ুয়া, অধ্যাপক আবু তালেব, বোরহান উদ্দীন ও ডা. গোবিন্দ প্রসাদ মহাজন। এ উপলক্ষে এক র‌্যালি হাটহাজারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধঅপারেশন জ্যাকপট ছিল পাক হানাদারের বিরুদ্ধে নৌ কমান্ডোদের মরণকামড়
পরবর্তী নিবন্ধমমতার স্বাস্থ্য ক্যাম্প ও সমন্বয় সভা