মন-মননে রবীন্দ্রনাথ

ইকবাল বাবুল | বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

তিনি আমার অনেক আপন তিনি আমার কাছের

সবসময়ে থাকেন পাশে করতে পারি আঁচ এর

আশীর্বাদের পরশ দিয়ে মাথায় রাখেন হাত

সামনে আমার সবটুুকু তার করেন আলোকপাত

সূর্য হয়ে জ্বলেন তিনি রৌদ্র করেন বিলি

সবিস্ময়ে দেখতে থাকি তার সে ঝিলিমিলি

যখন তাকে যাই পড়ে আর যখনই হয় ভাবা

আমার চোখে ছড়ান তিনি অন্য আলোর আভা

যাই যে বাঁকে পাই যে তাকে যায় না করা জুদাই

মনমননে রবীন্দ্রনাথ আছেন হয়ে খুদাই ।

পূর্ববর্তী নিবন্ধগীতাঞ্জলির গর্বে উঁচু
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ও মা