মনকে শাসন

নুরুন্নাহার ডলি | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

হে আমার মন-
অস্থির হয়ো না, স্থির থাকো।
জীবনের এ ক্ষুদ্র পরিসরে
সব কিছু পাওয়া যাবে না।
হে আমার মন-
তুমি তো সংকীর্ণ নও,
তুমি নির্মল, নির্লিপ্ত করে নাও,
না পাওয়ার বেদনাগুলোকে,
ভাসিয়ে দিয়ে হয়ে ওঠো সুন্দর।
হে আমার মন-
তুমি তো সুন্দরের পূজারী
তবে কেন কষ্ট পাও?
নিজেকে করে নাও ভ্রমণ পিয়াসী
ভালোবাসো প্রকৃতি, ফুল, পাখি
নদী, মাঠ, লোকালয়, জনপদ
ভালোবাসো নিজেকে অপার।
হে আমার মন-
কবি হয়ে ওঠো কবিতার ভেতর
পার্থিব চেতনাকে জলাঞ্জলি দাও
কবিতার বন্ধনে নিজেকে জড়াও।
হে আমার মন-
জীবনের সুদীর্ঘ পথে একা চলো
বুঝে নাও কেউ নেই সাথে
কেউ না, মৃত্যুর মতো একা।
তোমার মনের খবর কেউ নেবে না।
হে আমার মন-
অস্থির হয়ো না, স্থির থাকো।
অনেকটা পথ তো হাঁটা হলো
কেন তবে আফসোস?
করো না আহাজারি, নির্মোহ হও।
হে আমার মন-
তুমি কী বোঝ? তোমাকে আমি
শাসন করছি, শাসন, শাসন।
না বুঝলেও, বুঝে নাও এই বেলা
সম্মুখে আছে জীবন জয়ের খেলা।

পূর্ববর্তী নিবন্ধআকাশ ও সমুদ্র জলের মৈত্রেয়
পরবর্তী নিবন্ধআনাড়ি