মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবি, মৃত্যু অর্ধশত

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৫৫ অপরাহ্ণ

মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী এক বড় নৌকা ডুবে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই গ্রামীণ একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে নৌকাটিতে করে রওনা হয়েছিল। গত শনিবার দেশটির কর্মকর্তারা জানান, শুক্রবার রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে নৌকাটি ডুবে যায়। খবর বাংলানিউজের।

বেসামরিক সুরক্ষা অধিদপ্তরের প্রধান টমাস ডিজিমাসে রয়টার্সকে বলেন, ঘটনা ঘটার ৪০ মিনিট পর আমরা খবর পাই। উদ্ধারকারীরা নদী থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে। টেলিফোনে তিনি রয়টার্সকে জানান, আরও অনেকে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের খোঁজে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। দেশটির সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালালু এ ঘটনার মৃতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.২৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজাপানের নৌবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১, নিখোঁজ ৭