ব্যয়ে তাদের হিসাব আছে,
আয়ে আছে সীমা।
হয়তো কিছু সঞ্চয় আছে,
আছে জীবন বীমা।
সাধ যদিও অনেক তাদের,
সীমিত কিন্তু সাধ্য,
সাধের গলায় পরাতে লাগাম
তাইতো ওরা বাধ্য।
ছকে বাঁধা জীবন তাদের,
যায় না যে তার বাইরে,
এদিক সেদিক হলে ওঠে রব,
গেলো গেলো সব হায়রে।
জীবনের চেয়ে বেশি যেন দামী
ওদের কাছে মানটা,
কারও কাছে হাত পাততে চায় না
যায় যদি যাক প্রাণটা।
মূল্যস্ফীতির পাগলা ঘোড়া
ছুটছে লাগামহীন,
এই শ্রেণিটার বাড়ছে বিপদ
আজকাল দিন দিন।
এই শ্রেণিটা সবার চেনা,
নাম যে “মধ্যবিত্ত”,
প্রাণ বাঁচাতে, মান বাঁচাতে
লড়ছে ওরা নিত্য।