ভ্রান্তি

সুতপা চক্রবর্তী | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পূর্ণিমার আলো জানালার ফাঁক গলিয়ে
যখন তোমার মুখে এসে পড়লো,
দেখলাম অপূর্ব সেই মুখ
সুদর্শন,
নিখুঁত খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত
সবকিছুই খুঁতহীন করতে চেয়েছি, পেতে চেয়েছি
আজকাল শব্দটা বড্ড উপহাস করছে!
এতটা সময় শুধু অলীকের পেছনে ছুটলাম

তোমার চন্দ্রালোকিত মুখ খানা মনে করিয়ে দিলো,
কলঙ্ক নিয়ে চাঁদ ও তো সুন্দর!
একঘেয়েমিতে ছেয়ে থাকবে ঐ নিখুঁত
এসো ভালো মন্দে
খুঁতে নিখুঁতে
আলো আঁধারিতে
প্রেমে অভিমানে
হাসিতে কান্নায়
বেঁচে থাকি শেষটা পর্যন্ত–

পূর্ববর্তী নিবন্ধমেঘের আড়াল থেকে এসো তুমি
পরবর্তী নিবন্ধখরচ