ভোর হয়েছে

নাটু বিকাশ বড়ুয়া | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

সবুজ গাছে শরৎ মিশে
আনন্দ ঢেউ তুলে
সকাল হলে গাঁয়ের বধূ
ঘুমের দুয়ার খুলে।

পায়রা ডাকে বাকুম বাকুম
ডেখে পেখম মেলে
ভোর হয়েছে যাবে উড়ে
সাদা মেঘের কোলে।

খোকা খুকু ঘুমিয়ে আছে
শরৎ ঋতু পেয়ে
উঠবে ওরা পাখির ডাকে
আলোর ঝিলিক চেয়ে।

শরৎ হাওয়া বইছে মাঠে
গাঁয়ের সোভা গাছে
শিশির ভেজা দূর্বাঘাসে
আনন্দে মন নাচে।

পূর্ববর্তী নিবন্ধএন্তেজাম
পরবর্তী নিবন্ধজীবন বেজায় বিপন্ন