ভূমি অধিগ্রহণে ২টি মন্দির ও ৭০টি পরিবার বাদ দেয়ার দাবি

পটিয়া বাইপাসে মানববন্ধন

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় পটিয়া বাইপাস বর্ধিতকরণ পরিকল্পনায় লোকনাথ মন্দির, কালী মন্দির ও ৭০টি হিন্দু বসতগৃহ নতুন এলটমেন্ট থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে ৭ নম্বর ওয়ার্ড ভাটিখাইনের সনাতনী সম্প্রদায় ও লোকনাথ মন্দির পরিচালনা কমিটি। গতকাল শনিবার চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক পটিয়া বাইপাসে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মন্দির কমিটির সভাপতি বাহাদুর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তের পরিচালনায় মানববন্ধনে বলা হয়, বাইপাসের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে লোকনাথ মন্দির, কালি মন্দির ও সনাতন ধর্মালম্বী ৭০টি পরিবার রয়েছে। একসময় বাইপাস বাক সরলীকরণ প্রকল্পে দক্ষিণ পাশের অনেককে বসতবাড়ি হারাতে হয়েছে। বাইপাস সড়ক বর্ধিতকরণ প্রকল্পে পূর্বের ন্যায় সড়ক বাঁকা করে দক্ষিণ পাশের ৭০টি সনাতন ধর্মালম্বীদের ঘরবাড়ি অধিগ্রহণে পরিমাপ শুরু করেছে। উত্তর পাশের খালি জায়গাগুলো অধিগ্রহণ করলে সড়কটি সরু হবার পাশাপাশি ৭০টি পরিবার বসবাসের সুযোগ পাবে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহসভাপতি লিটন দাশ, মামুন সিকদার, সমির দাশ, ছোটন সরকার, কুষ্ণমনি আশ্চার্য্য, সঞ্জয় সরকার, পিয়াল মজুমদার, পল্লব দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধদিনে দিনে বড় হচ্ছে সড়কের গর্ত