নগরীতে জাল দলিল ও নামজারি খতিয়ান সৃজন করে ভুয়া মালিক সেজে অন্যের জমির অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ পাওয়া ৭২ লাখ টাকা তুলে আত্মসাতের ঘটনায় চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আদালতে। গতকাল ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এ সময় আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের বাসিন্দা মৃত হাফিজুর রহমান চৌধুরীর ছেলে দিদারুল হুদা চৌধুরী বাদী হয়ে দায়ের করা এই মামলায় আসামিরা হচ্ছে- বন্দর থানাধীন দক্ষিণ মাধ্যম হালিশহরের মৃত নাজির আহম্মদের ছেলে ওমর ফারুক (৪০), উত্তর পতেঙ্গার ধুমপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে নাছির (৬০), মধ্যম পতেঙ্গার চরপাড়া রোডের বাসিন্দা আব্দুল নুর (৫০) এবং মধ্যম পতেঙ্গার ডেইল পাড়া এলাকার মো. ইদ্রিছের ছেলে মো. ছাবের (৪৯)।
মামলার আরজিতে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে জাল দলিল ও নামজারি খতিয়ান সৃজন করার পর এলএ শাখায় ভুয়া মালিক সেজে বাদী ও পরিবারের অন্যদের মালিকানায় থাকা ভূমির অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৭২ লাখ টাকা প্রতারণার মাধ্যমে সুকৌশলে তুলে নিয়ে আত্মসাত করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/ ৪০৬/ ৪৬৫/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৫০৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। আরজিতে বলা হয়েছে, এর আগে দক্ষিণ পতেঙ্গা মৌজার অধিগ্রহণকৃত ৩৪ শতক জায়গার জাল দলিল ও খতিয়ান সৃজন করে টাকা আত্মসাতের পাঁয়তারার কথা জানার পর মামলার বাদী চট্টগ্রাম জেলা প্রশাসন এলএ শাখায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। এ অভিযোগের পরও এলএ শাখায় কর্মরতরা বাদীর অগোচরে আসামিদেরকে ক্ষতিপূরণের ৮০ লাখ টাকা প্রদান করেছেন।












