বাংলাদেশ ক্রিকেটে যেন এক ঝড় বইয়ে দিয়েছিল বেটউইনার। তাদের সঙ্গে চুক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সাকিব আল হাসানের। এমনটাই মনে হয়েছিল। না সেটা এখন কেটে গেছে। সাকিবের সাথে বাংলাদেশে ক্রিকেটের সম্পর্ক আরও পোক্ত হয়েছে। কারণ তিনিই দেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আগামী বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে বাংলাদেশ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন সাকিব ভুল স্বীকার করে ভবিষ্যতে পুনরাবৃত্তি না করার আশ্বাস দেওয়ার পরই তাকে অধিনায়ক করেছে বোর্ড। শনিবার বিকেলে বিসিবি সভাপতির গুলশানে নিজের বাসভবনে আলেচনায় বসেন সাকিবকে নিয়ে। পরে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত সাকিবই অধিনায়ক।
এমন বাস্তবতার ব্যাখ্যা দেন তিনি। ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এটা করা তার উচিত হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আগে বোর্ড মিটিংয়েই আমাদের একটা চিন্তা-ভাবনা ছিল যে সাকিবকে অধিনায়ক করা হবে। আমরা সেটাতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সাকিব প্রেসিডেন্টের সামনে এবং আমাদের বলেছে যে, ভুল করে ওটাকে অনলাইন (নিউজ পোর্টাল) মনে করে এন্ডোর্সমেন্ট করেছিল।
কাজটা ঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে কিন্তু সরে এসেছে।’ জালাল ইউনুস বলেন, সাকিব তাদের কাছে দাবি করেছেন যে তাকে ভুল বোঝানো হয়েছে এই চুক্তি নিয়ে, ‘তার কাছে মনে হয়েছে যে হয়তো তাকে মিসগাইড করা হয়েছে।’