ভুল করে ভুল বোঝো না

সোমা মুৎসুদ্দী | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ভুল করে ভুল বোঝো না,
দু’হাতে ধরেছি রঙিন প্রজাপতি,
তোমাকেই দেবো বলে।
রংধনুর সাত রঙে নিজেকে সাজালাম,
তোমার একটু ভালোবাসা,পাবো বলে।
তোমাতেই আছি, তোমাতেই বাঁচি,
তোমাতেই খুঁজি যাবতীয় কল্পনা,
হে প্রিয় ভুল করে ভুল বোঝো না।

পূর্ববর্তী নিবন্ধপরিযায়ী পাখি
পরবর্তী নিবন্ধপড়ন্ত এ বেলায়