যদি পারো ভুলে যাও আমায়
সুখ-দুখের মাঝে,
সেতুটা রয়ে যাবে শুধু
পারাপার করার
থাকবে না, আর কোনও দায়।
থেকে যাবে শুধু স্মৃতি,
যার ছায়াতলে কেটে যাবে
জীবনের বাকীটা সময়।
জীবনে কী পেলাম, কীই বা হারালাম,
অঙ্ক কষা শেষ, এই পড়ন্ত বেলায়।
মনিদীপা দাশ | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:০৫ পূর্বাহ্ণ