ভিবিডি চট্টগ্রাম জেলার মানসিক সচেতনতামূলক কর্মশালা

| রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

জীবনে চলার পথে সবাই কমবেশি মানসিক জটিলতার মধ্য দিয়ে যায়। কেউ কেউ সেসব জটিলতাকে সঠিক দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারে, আবার কেউ সেগুলোকে সঠিকভাবে মোকাবিলা করতে না পেরে ভেঙে পড়ে। আবার কেউ কেউ মোকাবিলা করতে গিয়ে সচেতন কিংবা অসচেতনভাবে এমন কিছু ত্রুটিপূর্ণ চিন্তা ও আচরণ করে, যা বিদ্যমান জটিলতাকে আরও গভীর সমস্যার দিকে নিয়ে যায়।
এসব মানসিক সমস্যায় নিজেকে নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), চট্টগ্রাম জেলা গতকাল শনিবার নগরীর নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সংলগ্ন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে লাইফ কোচ বাংলাদেশ এবং সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ‘মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিং’ নামক একটি কর্মশালার আয়োজন করে। এতে মানসিক অস্থিরতার সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং নিজের যত্ন নিতে সহায়তা করার লক্ষ্যে ৭০ জন ভলান্টিয়ারদের ভিন্ন ভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দেশের ১৬ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১৮ শতাংশ শিশু মানসিক সমস্যায় ভুগলেও তারা পর্যাপ্ত মানসিক স্বাস্থ্যসেবার অভাবে মারাত্মকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এসব সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে ভিবিডি-চট্টগ্রাম জেলা এ উদ্যোগ নিয়েছে বলে জানান সংগঠনের সভাপতি মোদ্দাচ্ছির হোসাইন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম বিভাগীয় বোর্ডের সভাপতি শওকত আরাফাত, সাধারণ সম্পাদক জিয়াউল হক সোহেল, সংগঠনের চট্টগ্রাম জেলার বোর্ড মেম্বার, কমিটি মেম্বার, কোর ভলান্টিয়ার, আইআর এবং জেনারেল ভলান্টিয়ারের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ দিনের মধ্যে নগরীতে ব্যাটারি রিকশা বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধসাভারে নারী শ্রমিককে ধর্ষণ কারখানার মালিক গ্রেপ্তার