ভাসানচর থেকে সন্দ্বীপে পালিয়ে আসা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল শনিবার বিকালে দ্বীপ উপজেলাটির দক্ষিণ উড়িরচর থেকে তাদের আটক করা হয় বলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ খান জানান। আটক হওয়াদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও তিন শিশু রয়েছে। খবর বিডিনিউজের।
ওসি বলেন, টেকনাফ থেকে ভাসানচরে স্থানান্তর করা এই রোহিঙ্গারা সাগরপথে পালিয়ে সন্দ্বীপের প্রত্যন্ত এলাকা দক্ষিণ উড়িরচরে এসে আশ্রয় নেয়। সেখান থেকে তারা সাগরপথে নোয়াখালী যাবার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন জানতে পেরে বিকালে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে কয়েক দফায় রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে নেওয়া হয়। তবে গত কিছু দিন ধরে নিয়মিত ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার সংবাদ মিলছে। এদের অনেকেই বিভিন্ন এলাকায় ধরাও পড়ছেন। শুক্রবার মৌলভীবাজার থেকেও নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গাক আটক করেছে পুলিশ। গত কয়েক মাসে মীরসরাই উপজেলা থেকে বেশ কিছু রোহিঙ্গা আটক করা হয়। তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছিল বলে পুলিশ জানায়।
ভাসানচরে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরে আরও এক লাখ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।