ভালোবাসো?
প্রশ্নটা বহুবার শুনতে চেয়েছি,
কেন জানো?
বহুরূপী ভালো লাগা পাওয়ার জন্য!
বিরক্ত হয়েছো?
অভিনয় করে অভিমান করেছি
তুমি ভাঙাবে বলে!
রাগ করেছো?
কথা বলতে বলতে হঠাৎ
নীরব হয়েছি
তোমার নীরবতা ভাঙাবো বলে
কষ্ট পেয়েছো?
অনবরত তোমার হৃদয়ের দরজায়
কড়া নেড়ে যাচ্ছি,
যদিও জানি ছিটকিনি দাওনি,
কেন জানো?
ভুলেও যেন ভুলে না যাও
এইসব কিছু কেন জানো?
ভালবাসাকে নদী বানানোর জন্য
শুধু বয়ে যাবে অনবরত
সামনের দিকে
শুদ্ধ করবে নিজেকে নিজেই নদীর মতো।