নিঃশব্দ নিরালায় প্রতিবাদহীন প্রস্থানে
শুধু তুমি ছিলে নীরবে।
তুলোর মতো শুভ্র ভেসে বেড়ানো মেঘ,
ভরা ভাদরে সবুজ কচি পাতা, নিলাভ আকাশ সাক্ষী
আশায় বুক বেঁধে, আমি তোমারই প্রতীক্ষায়
আবার প্রাণ ভরে দেখবো তোমায় কবে?
টলমল কাচ স্বচ্ছ জলে,
ভোরের নতুন ঊষায়, রোদের চিকচিকে আলোয়,
পাখিদের কলতানে, পাহাড়ি পথ যত দূর মেশে,
তোমার অন্ধকার কালোয়, আমি শুধু খুঁজেছি তোমায়,
এ যাওয়াই শেষ নয়, আবার তো দেখবো তোমায়,
কী অপরূপ শোভায় তোমার সাজানো শহরের প্রশান্তি
আর পাবো কোথায়? যেতে যেতে যত দূর চলে যাই,
পথ ভুলে তোমাতেই ফিরে আসি, কতশত হাজার স্মৃতি
আনন্দ-বেদনার কাব্যগুলো ভুলে
তোমায় দেখে আনন্দে আত্মহারা হই, প্রাণ ভরে হাসি,
ভালোবাসি শুধু তোমায়,
তোমার অপরূপ সেই মায়ামাখা মুখখানি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।