ভারত সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে অধিনায়ক তামিম ইকবাল খেলতে পারবেন না। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিসিবি। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দেশের ১৫তম ওয়ান ডে অধিনায়ক হবেন লিটন। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে একটি টিটোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এখন অবধি ৫৭ ওয়ানডেতে দেশের হয়ে মাঠে নেমে ১৮৩৫ রান করেছেন লিটন। বর্তমান সময়ে দেশের সেরা ব্যাটস ম্যানের তালিকায় আছেন তিনি।

এর আগে টেস্টের সহঅধিনায়ক করা হয়েছিল লিটনকে। এবার ভারত সিরিজের জন্য ওয়ানডেতে দেওয়া হলো অধিনায়কের দায়িত্ব। লিটনকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘লিটন দলের অন্যতম অভিজ্ঞ সদস্য, তার নেতৃত্বের গুণাবলীও আছে। তার ক্রিকেট ব্রেইন খুবই পরিষ্কার, খেলা বুঝতে পারার ক্ষমতাও।

এটা খুব দুর্ভাগ্যজনক এমন গুরুত্বপূর্ণ সিরিজের তামিমকে না পাওয়া।’ ৪ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ। এরপর একই মাঠে ৭ তারিখ হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ ডিসেম্বর শেষটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন বিরাট কোহলিরোহিত শর্মারা।

পূর্ববর্তী নিবন্ধএক জমিতে নানা ফসল
পরবর্তী নিবন্ধআলোকচিত্রে শান্তি, মুক্তি ও বন্ধুত্বের প্রকাশ