ভাদর মেঘের দেশে

আনোয়ারুল হক নুরী | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

এই খেয়ালী ভাদর মেঘে আদর দেবে মেপে।
রোদ বৃষ্টির মিষ্টি খেলা দেয় না বাদল ঝেঁপে।
শিউলি ফুলের মিষ্টি দাওয়াত ভাদর মেঘে পেয়ে।
হঠাৎ থামায় বৃষ্টি ফোঁটা কাশ রঙেতে নেয়ে।
মেঘ ভাঙা রোদ ঢেলে দিয়ে সোনার হাসি হাসে।
ঠাণ্ডা বিকেল শিশির ধারায় ধল কুয়াশায় ভাসে।
সবুজ মাঠটি লুকিয়ে যায় কাশফুলের ওড়নায়।
আকাশ তারার চুমকি পরে শিউলি তার গায়।
ভাদর মেঘের আদর পেয়ে শিশির ওঠে হেসে ।
শিউলি শরৎ মিতালি হয় ভাদর মেঘের দেশে।

পূর্ববর্তী নিবন্ধশরৎ চিঠি
পরবর্তী নিবন্ধমোমবাতি