ভাটিয়ারীতে চুলার আগুনে পুড়ল দুই বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়ারীস্থ কলেজ পাড়া এলাকার জুনু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রাতে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগলে তা মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সিরাজুদ্দৌলা ও আবু মুছার ঘর পুড়ে যায়। আগুনে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুর নবী ঘটনাস্থলে যান।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রায়ত্ত সব পাটকল চালুর দাবি
পরবর্তী নিবন্ধচান্দগাঁও ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণ