সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। শহিদুল ইসলাম রনি (২৭) নামে ওই যুবক করোনায় আক্রান্ত হয়ে বিআইটিআইডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শহীদুল ইসলাম রনি ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাব্বির আহমেদ চৌধুরী মেম্বার বাড়ি সফিউল আলমের পুত্র। এত অল্প বয়সে মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশির ভাগ সময়ই শহিদুল বাড়িতে থাকতেন। কোরবানির ঈদের আগে তিনি জ্বর থেকে মুক্ত হন। এরপর বৃহস্পতিবার রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। বিকেলে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। শনিবার সকালে পরীক্ষার ফল পজিটিভ আসে। ততক্ষণে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। রাতেই মারা যান তিনি।
বিআইটিআইডি হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ বখতিয়ার আলম বলেন, তাঁদের হাসপাতালে আসা সংকটাপন্ন রোগীদের বেশির ভাগই বাসায় চিকিৎসা নেন। অবস্থা সংকটাপন্ন হলেই রোগী হাসপাতালে আনা হয়। তখন বাঁচানো কষ্টকর হয়ে পড়ে। শহিদুল আলমের ক্ষেত্রেও তাই হয়েছে।