সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়েছে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ। এ সময় ৮টি কোদাল, ৩টি গেথি ও ১০টি ঝুড়ি জব্দ করেছে। তবে অভিযানের খবর পেয়ে শ্রমিকরা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায়। গত মঙ্গলবার ভাটিয়ারী ৬ নং ওয়ার্ডের সিডিএ সংলগ্ন পাহাড় এলাকায় অভিযান নেতৃত্ব দেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি সদস্যবৃন্দ, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবন্দ এবং গ্রাম পুলিশ। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন বলেন, প্রতিদিন ভোরে ও বিকালে সিডিএ সংলগ্ন পাহাড় এলাকায় শ্রমিকরা পাহাড় কেটে ভ্যানে করে বিভিন্ন বাড়িঘরে ভিটা বা বড় বড় গর্ত ভরানোর জন্য নিয়ে যায়। এক শ্রেণীর লোক টাকার বিনিময়ে পাহাড়ের মাটি বিক্রি করতে সুযোগ করে দেয়। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই এলাকায় সচেতন মানুষের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করি।