মুখে খাওয়া কলেরা টিকা কার্যক্রম বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দর ইপিআই জোনের দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর মুখে খাওয়া কলেরা টিকা কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত সমন্বয় সভা গতকাল চসিক জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, ডা. নুরুল হায়দার, ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. আশরাফুল ইসলাম খান, ডা. মো. তৌফিকুল ইসলাম, ডা. মো. তাজুল ইসলাম, ডা. নাবিদ আনজুম তানভীর, ডা. ইসতিয়াকুল ইসলাম খান, ডা. জুয়েল মহাজন, ডা. মো. সরওয়ার আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থানা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।

ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সমপ্রতি চট্টগ্রামের বিভিন্ন স্থানে কলেরাসহ ডায়রিয়া রোগের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়া ও কলেরা রোগে আক্রান্ত রোগীদের মৃত্যু হার প্রতিরোধে মুখে খাওয়া কলেরা টিকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। টিকা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার, কর্মকর্তাকর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ
পরবর্তী নিবন্ধসমিতিরহাটে ছাত্রসেনার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা