বড়হাতিয়ায় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে পৈত্রিক নিবাসে অনুষ্ঠিত হয়। তিনি এসময় মুঠোফোনে যুক্ত ছিলেন।

মাস্টার মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়হাতিয়ার ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, বাহাদুর চৌধুরী, নুরুল কবির চৌধুরী, কবির লিডার, মাস্টার লোকমান হাকিম, সাহাব উদ্দিন, নুরুল আবছার, শেখ আহমদ, জুয়েল হিরু, জিহান বাচ্চু, ফকরুদ্দিন মাহমুদ, আব্দুল্লাহ আল মাসুম, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গায় গাউসিয়া কমিটি ও ভবঘুরের ফল বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপাহাড় ধসে মৃত্যুর মিছিল বন্ধ করার আহ্বান