ব্যাংকার্স ক্রিকেটে মার্কেন্টাইল ব্যাংক জয়ী

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

চিটাগাং ওয়ারিয়র্স ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ম্যাচে জয় পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক। গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মার্কেন্টাইল ব্যাংক ৮ উইকেটে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংককে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৩ ওভারে ৭ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবদুল্লাহ আল আনসারী ২৫, রাজিব ২৯, শেখ ফরিদ ১৬ এবং মাসুদ রানা করেন ১৭ রান। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ২টি উইকেট নিয়েছেন সাদি। জবাবে ব্যাট করতে নামা মার্কেন্টাইল ব্যাংক ১২.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে হাবিব ৪৪, নিপুণ ৪২ এবং নিলয় করেন ১০ রান। বিজয়ী দলের হাবিব ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন চিটাগাং ওয়ারিয়র্সের সভাপতি ইয়াছির আরাফাত।

পূর্ববর্তী নিবন্ধরিয়াল মাদ্রিদ অধ্যায়ের সমাপ্তি টানার ঘোষণা দিলেন লুকা মদ্রিচ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ইইই ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন