ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

বান্দরবানে দুই দিনে তিন ব্যাংকে ডাকাতি এবং গোলাগুলির ঘটনায় ঈদের সময় সারা দেশে ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা নিতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার প্রধান এআইজি এনামুল হক সাগর বলেন, সারা দেশে ঈদ কেন্দ্রিক কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কোনো ঘটনা ঘটলে আমরা সেই নিরাপত্তার পাশাপাশি বাড়তি ব্যবস্থাও নিয়ে থাকি। দেশের প্রতিটি ইউনিটকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র ব্যক্তি বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালায়। তারা ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করে। টাকার পাশাপাশি পুলিশের অস্ত্রও লুট করে। খবর বিডিনিউজের।

ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দীন তখন রামু উপজেলা পরিষদ এলাকায় মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। হামলাকারীরা মসজিদে ঢুকে তাকে অপহরণ করে। পরদিন দুপুরে রুমা থেকে ৮৩ কিলোমিটার দূরে থানচি উপজেলা সদরে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট করে তিনটি গাড়িতে আসা একদল সশস্ত্র লোক।

দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত। এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে নেজাম উদ্দীনকে উদ্ধার করে র‌্যাব। এ খবর আসার পরপরই থানচিতে পুলিশ ও সশস্ত্র লোকদের গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার প্রধান এআইজি এনামুল হক সাগর বলেন, পুলিশ সবসময় সতর্ক আছে। শুধু ব্যাংক নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশ সতর্ক নজরদারির মধ্যে রেখেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সরকারিবেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নজরদারির পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলও জোরদার করা হয়েছে। সিসিটিভি ঠিক আছে কিনা, গার্ডের অস্ত্র ঠিক আছে কিনা, ছুটির সময় এসব প্রতিষ্ঠানে কারা দায়িত্ব থাকবে তাদের তালিকাও তৈরি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, যারা এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন, তারা যেন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিউটিরত কিছু পুলিশ সদস্য বসে বসে ইন্টারনেট ব্যবহারে বেশি মনোযোগ দেয় মন্তব্য করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাদেরকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন নৌ-রুটে স্পিডবোট ডুবি, শিশুসহ উদ্ধার ১৯
পরবর্তী নিবন্ধসেহেরির আগ পর্যন্ত চলছে বেচাকেনা