রাঙ্গুনিয়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় আহত হয়েছেন এক ভাই। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের জিয়ামার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। আহত যুবকের বাড়ি একই ইউনিয়নের ২নং ওয়ার্ড কদমতলী গ্রামে।
আহত যুবকের বরাত দিয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য হাসান সিকদার জানান, কদমতলী গ্রামের হিন্দু পরিবারের এক স্কুল ছাত্রী চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়েন। ওই ছাত্রীকে চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকার কিছু বখাটে ছেলে প্রায় বিরক্ত করে আসছিল। গত সোমবার ছাত্রীটি স্কুল থেকে ফেরার পথে তার পিছু নেয় বখাটেরা। এক পর্যায়ে বখাটের দল তাকে উত্ত্যক্ত করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে যায়। ইভটিজিং করার বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানালে তার ভাই গিয়ে বখাটেদের এই ধরনের ইভটিজিং থেকে বিরত থাকার অনুরোধ করেন। পরেরদিন ওই ছাত্রী স্কুল থেকে ফেরার সময় তার ভাই স্কুলের পাশে জিয়ামার্কেট এলাকা থেকে আনতে যায়। এ সময় বখাটের দল ওই ছাত্রীকে আবারও বিরক্ত করলে তার প্রতিবাদ করে মেয়েটির ভাই। এ সময় বখাটেরা সংঘবদ্ধ হয়ে ভাইকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটের দল পালিয়ে যায়।












